বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূসক প্রত্যাহারের দাবি

টিউশন ফি’র উপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 11:26 AM
Updated : 6 July 2015, 11:26 AM

সোমবার রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আহ্বায়ক সাথিল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন ।

তিনি বলেন, ৮ জুলাই দুপুর ১২টায় এই দাবিতে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

“বাজেট ঘাটতি মেটাবার কথা বলে অযৌক্তিকভাবে শিক্ষা খাতে, বিশেষ করে উচ্চ শিক্ষায় ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপ করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।”

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও প্রকৌশল কলেজগুলোর আয়ের উপর ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপ করা হয়।

গত ১ জুলাই থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির সঙ্গে মূসকের অর্থও আদায় করা হচ্ছে।

“এই বিল পাশ হবার ফলে মাথাপিছু শিক্ষার্থীর পড়াশোনার ব্যয় বাড়বে চল্লিশ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত। এর ফলে লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়তে পারে।”