কক্সবাজারে অপহৃত শিশু বান্দরবানে উদ্ধার

কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে অপহরণের চার দিন পর বান্দরবানের লামায় এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 10:48 AM
Updated : 6 July 2015, 10:48 AM

সোমবার লামার পাগলির আগা এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর আহমদ হোসেন মহিউদ্দিন।

উদ্ধার মোহাম্মদ রাকিব (৭) কক্সবাজার শহরের পাহাড়তলীর নতুন বাজার এলাকার মো. কামাল মাঝির ছেলে।

আটকরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার আবদুল মজিদের ছেলে আবুল কাশেম বাবুল (৩৫), হোসেন মাঝির ছেলে এহসান (১৮), ফজল করিমের ছেলে পুতিয়া (২০)।

মেজর মহিউদ্দিন জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে রাকিবকে পাহাড়তলী এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর তার বাবার মোবাইলে ফোন করে প্রথমে দুই লাখ টাকা এবং পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ বিষয়ে শিশুটির বাবা কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে মোবাইল ট্র্যাকিং করে প্রাথমিকভাবে তিন জনকে শনাক্তের পর আটক করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী বান্দরবানের লামা উপজেলার পাগলীর আগা এলাকা থেকে আবুল কাশেম বাবুল, এহসান ও পুতিয়াকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান মেজর মহিউদ্দিন।