হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর চলাচল শুরু

হবিগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 10:06 AM
Updated : 5 July 2015, 11:11 AM

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রশিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রোববার ভোর ৪টার দিকে রশিদপুর স্টেশনের পূর্বদিকের আউটারে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

“কুলাউড়া থেকে উদ্ধাকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করার পর বিকাল সাড়ে ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়,” বলেন তিনি।