ঝিনাইদহে চোরাকারবারিদের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে সীমান্তে গরু আটক নিয়ে দুই দল ‘চোরাকারবারি’র সংঘর্ষে একজন নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 04:19 PM
Updated : 3 July 2015, 04:19 PM

মহেশপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, শুক্রবার সকালে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত হাশেম মন্ডল ( ২৫ ) পলিয়ানপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে। তবে সে কোন দলের ছিলেন তা জানা যায়নি।

ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, সকালে দুই দলের চোরাকারবারিরা পলিয়ানপুর সীমান্তের জিরো লাইন পার হয়ে ভারতে গরু আনতে যায়।

গরু নিয়ে ফেরার পথে এক দলের গরু বিএসএফের হাতে ধরা পড়ে। 

দেশে ফেরার পর এ নিয়ে একদল অন্য দলকে দোষারোপ করতে থাকলে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে হাশেম মন্ডল আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয়রা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে হাশেমের শারীরিক অবস্থা খারাপ হলে খুলনা হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান বলে জানান ওসি।