গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ ও কিশোরীর মৃত্যু

গাজীপুর জেলা শহরে জয়দেবপুর থানার পাশে রেললাইন পার হওয়ার সময় এক বৃদ্ধ ও এক কিশোরী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 04:21 AM
Updated : 1 July 2015, 06:06 AM

বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটের যমুনা এক্সপ্রেস যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর এলাকার আব্দুল মোতালেব মিয়া (৭০) এবং ময়মনসিংহের নান্দাইল থানার মোসলেম উদ্দিনের মেয়ে হাওয়া বেগম (১২)।

সকালে রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে এএসআই দাদন মিয়া জানান।

স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওয়া দুদিন আগে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে গাজীপুরের শাহপাড়া এলাকায় বোনের বাসায় বেড়াতে আসে।

আর দিনমজুর মোতালেব কাজের সন্ধানে রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। তিনি থাকতেন শহরের ভুরুলিয়ার মাঝির খোলা এলাকায়।

তাদের লাশ রেল পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।