রাজশাহীতে সংঘর্ষে যুবদলকর্মী নিহতের ঘটনায় মামলা

রাজশাহীতে ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 01:55 PM
Updated : 30 May 2015, 01:55 PM

শনিবার দুপুরে যুবদল কর্মী জীবন শেখের বড় বোন শম্পা খাতুন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন ।

বোয়ালিয়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুল আরিফিন রবিন ও মহানগর ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য আশিকুর রহমান তুহিন পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদলকর্মী জীবন শেখ।