গারো তরুণীকে ধর্ষণের প্রতিবাদ গাইবান্ধায়

ঢাকায় মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে গণধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 01:48 PM
Updated : 26 May 2015, 01:48 PM

মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার ফোরাম, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার আইনজীবী পরিষদ ও জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে রাজনীতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিওকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মানবাধিকার ফোরামের আহ্বায়ক আবু জাফর সাবু, সামাজিক উদ্যোক্তা দলের প্রতিনিধি সাইফুল আলম সাকা, মানবাধিকার সংরক্ষণ পরিষদের প্রতিনিধি কাজী আব্দুল খালেক, সাংবাদিক দীপক কুমার পাল, গণ উন্নয়ন নেটওয়ার্কের প্রতিনিধি শিরিন আক্তার লিজা ও গণউন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আব্দুর রউফ বক্তব্য রাখেন।

দেশজুড়ে নারী নিপীড়নে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার রাতে রাজধানীতে কর্মস্থল থেকে ফেরার পথে বাসের জন্য অপেক্ষা করার সময় ওই গারো তরুণীকে পাঁচ দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করে।

এখনও ওই দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।