শাবি ছাত্রীকে উত্ত্যক্ত, মারধর

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার পর মারধরের অভিযোগ পাওয়া গেছে ব্যবসা প্রশাসন বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 09:25 AM
Updated : 25 May 2015, 09:25 AM

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

রিফাত আদনান পাপন নামের ওই ছাত্র ক্যাম্পাসে দোকান ভাঙচুর ও এক বিদেশি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এর আগেও দুইবার বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র।

ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থনীতি বিভাগের ওই ছাত্রী প্রধান ফটকে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় পাপন এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তাকে মারধর শুরু করে।

পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে বলে জানান তিনি।

মারধরের শিকার ছাত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে অর্থনীতি বিভাগের প্রধান হাসানুজ্জামান শ্যামল এবং বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হককে জানিয়েছেন।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তার সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছি এবং তাকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলেছি।”

লিখিত অভিযোগ পেলে ওই ছাত্রের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।