‘ভাইস চেয়ারম্যানের’ হামলায় আহত ৫  

রাজশাহীর গোদাগাড়ী  উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে পাঁচজনকে আহত করার অভিযোগ উঠেছে এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। শুক্রবার সকালে মাটিকাটা উজানপাড়া গ্রামে এ হামলা হয় বলে জানায় এলাকাবাসী।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 12:13 PM
Updated : 22 May 2015, 12:13 PM

আহতরা হলেন ওই গ্রামের কৃষক হজরত আলী, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে রজব আলী এবং মর্জিনার বোনের দুই ছেলে শামিম হোসেন ও আবুল বাশার।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবুল বাশারের বাবা রেজাউল করিম জানান,  গোদাগাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সকালে লোকজন নিয়ে জোড়পূর্বক হজরতের ক্ষেতের সবজি তুলতে থাকেন।

এ সময় বাধা দিতে গিলে কামরুজ্জামানের লোকজন হজরত আলীর পরিবারের লোকজনের উপর হামলা চালায়।

অনেকদিন থেকে কামরুজ্জামান জমিটি তার নিজের দাবি করে তা দখল করার চেষ্টা করে আসছিলেন বলে জানান রেজাউল করিম।

এ ব্যাপারে কামরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

গোদাগাড়ী থানার ওসি এসএম ফরহাদ হোসেন বলেন, বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।