সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য আর নেই

পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2015, 07:45 PM
Updated : 12 May 2015, 09:05 PM

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কলকাতার ঢাকুরিয়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

লেখিকার বয়স হয়েছিল ৬৫ বছর। ১৯৫০ সালের ১০ জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্ম হয় তার।

সুচিত্রা ভট্টাচার্য ২৪টির মতো উপন্যাস লিখেছেন। অনেক ছোটগল্প রয়েছে তার।

তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘কাছের মানুষ’, ‘কাচের দেওয়াল’, ‘হেমন্তের পাখি’, ‘অলীক সুখ’, ‘দহন’ ইত্যাদি।

সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

সাহিত্যিক জীবনে অনেক পুরস্কার পেয়েছেন সুচিত্রা ভট্টাচার্য। সেগুলোর মধ্যে ১৯৯৬ সালে জাতীয় পুরস্কার, ১৯৯৭ সালে কথা পুরস্কার, ২০০০ সালে তারাশঙ্কর পুরস্কার উল্লেখযোগ্য।

সুচিত্রার লেখায় নারীদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যার কথা এসেছে বারবার; মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের নানা জটিলতার চিত্রও তুলে এনেছেন তিনি।

তার বেশ কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।