রামপুরার টংমালিক মনিরুজ্জামান রিমান্ডে

রাজধানীর রামপুরায় ঝিলে ঘর দেবে ১২ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার ঘর মালিক মো. মনিরুজ্জামান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে  আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 02:45 PM
Updated : 5 May 2015, 02:45 PM

যুবলীগ নেতা মনিরুজ্জামানকে মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চান রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জুলহাস।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির টিপু হোসেন পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য জানান।

গত ১৫ এপ্রিল বিকেলে রামপুরা ঝিলপাড়ে দোতলা একটি টিনশেড ঘর দেবে পানিতে ডুবে যায়। এতে ১২ জন মারা যান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরদিন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি হত্যা মামলা  দায়ের করেন।

মনিরুজ্জামান জমি দখল করে ডোবার উপর বাঁশ ও কাঠ দিয়ে ২০-২৫ কক্ষের ওই ঘর নির্মাণ করে নিম্নবিত্ত পরিবারের কাছে ভাড়া দেন বলে মামলায় বলা হয়েছে।

সোমবার কুমিল্লার নিশ্চিন্তপুরের টিপরাবাজার থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে র‌্যাব।