ঝিলপাড়ে ১২ মৃত্যু: টংমালিক মনির গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় ঝিলের ওপর অবৈধভাবে টিনের ঘর তুলে ভাড়া দিয়ে মানুষ হত্যার অভিযোগে যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মনিরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 09:24 AM
Updated : 4 May 2015, 09:24 AM

র‌্যাব সদর দপ্তরের উপ পরিচালক (গণমাধ্যম) মাকসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৩ এর একটি দল সোমবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার নিশ্চিন্তপুরের টিপরা বাজার এলাকার এক বাসা থেকে মনিরকে গ্রেপ্তার করে।

মনিরের তত্ত্বাবধানে নির্মিত ও ভাড়া দেওয়া টিনের ওই দোতলা বাড়ি ঝিলের কাদায় দেবে গিয়ে গত ১৫ এপ্রিল ১২ জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই মনির পলাতক ছিলেন।

ঘটনার পরদিন পুলিশের পক্ষ থেকে রামপুরা থানায় একটি মামলা করা হয়। এতে অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে মানুষ হত্যার অভিযোগ আনা হয়।

হাজীপাড়া নতুন রাস্তার বউ বাজার ও চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকার মাঝে বেগের বাড়ি ঝিলের ওপর বাঁশের খুঁটির ওপর মাচা করে টিনের ওই দোতলা বাড়ি তুলে ২২টি ঘর ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে যেতে হতো বিশ গজ দীর্ঘ বাঁশের সাঁকো পেরিয়ে।

স্থানীয় যুবলীগ নেতা মনিরই যে ওই বাড়ি বানিয়ে ভাড়া আদায় করে আসছিলেন তা পুলিশকে নিশ্চিত করেছেন বেঁচে যাওয়া বাসিন্দারা।