নওগাঁ সীমান্তে ‘বিএসএফের নির্যাতনে’ যুবক নিহত

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি তাদের নির্যাতনে নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 06:14 AM
Updated : 28 April 2015, 06:14 AM

মঙ্গলবার ভোরের একই ঘটনায় আরেকজন আহত হন বলেও জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নওগাঁর ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে বিএসএফর কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

নিহত নুরুল ইসলামের (৩৫) বাড়ি কলমুডাঙ্গা গ্রামে।

তার সঙ্গী আহত মো. ইসলামের (৩০) বাড়ি পাশের শিমুলতলী গ্রামে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুজনই গরুর ব্যবসা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএসএফের নির্যাতনের’ শিকার ওই দুই জনের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পেটানোর চি‎হ্ন রয়েছে।

তবে বৈদ্যুতিক শক বা অন্য কোনোভাবে তাদের নির্যাতন করা হয়েছে কি না তা ময়নাতদন্ত করলে জানা যাবে বলে জানান তিনি।

ঘটনার শিকার ওই দুজনের সঙ্গে থাকা কয়েকজনের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা রফিকুল আরও জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সীমান্ত পিলারের পাশ দিয়ে ১০/১২ জন গরু আনতে সীমান্তের ওপারে প্রবেশ করের।

এ সময় ভারতের ৩১ বিএসএফ সনঘাট ক্যাম্পের টহলদল তাদের দেখে ধাওয়া করে। অন্যরা পালিয়ে আসতে পারলেও নুরুল ও ইসলাম ধরা পড়েন। বিএসএফ সদস্যরা তাদের ধরে ক্যাম্পে নিয়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর রাত ৩টার দিকে সীমান্ত পিলারে বাংলাদেশের সীমানায় ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় ফেলে দিয়ে যায় বিএসএফ। এরপর তারা কোনো রকমে বাড়ি আসার পরপরই নুরুল মারা যান, বলেন রফিকুল।