শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 10:25 AM
Updated : 27 April 2015, 10:25 AM

সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ রমনী রঞ্জন চাকমা এ রায় দেন।

দণ্ডিত রুহুল আমিন (২৫) মতলব উত্তর উপজেলায় টরকী দক্ষিণ গ্রামের আলী আহম্মেদের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

এছাড়া দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন ওই আদালতের স্পেশাল পিপি হাবিবুল ইসলাম তালুকদার।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৮ সালের ৭ অগাস্ট বিকালে প্রতিবেশী তিন বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে রহুল আমিন।

ঘটনার পর শিশুটির মা রহুল আমিনের ঘর থেকে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরদিন মামলা দায়ের করেন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন মজুমদার রুহুল আমিনের নামে আদালতে অভিযোগপত্র দেন।