সিলেটে স্কুল ভবনে ফাটল, বিক্ষোভের পর ছুটি

ভবনের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় সিলেটের স্কলার্স হোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাসে শঙ্কিত অভিভাবকদের বিক্ষোভের পর একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 07:00 AM
Updated : 27 April 2015, 02:53 PM

স্কুলের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী জানান, ফাটল মেরামত করতে সোমবার একদিনের জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে।

তবে ওই ফাটল ভূমিকম্পের কারণে হয়নি বলে দাবি করেছেন তিনি।  

অধ্যক্ষ বলেন, “বিল্ডিং কোড মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে জীবনের কোনো ঝুঁকি নেই।”

প্রতিষ্ঠানটির নির্মাণ প্রকৌশলী মাতাসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূমিকম্পে নয়, নির্মাণ ক্রুটির কারণে ফাটল দেখা দিয়েছে। আগেই এমন ফাটল ছিল। মেরামত না হওয়ার কারণে হয়তো ভূমিকম্পের পর ফাটল একটু বড় হয়েছে। আজকের মধ্যেই তা মেরামত করা হবে।”

শাকির হোসাইন নামের এক অভিভাবক জানিয়েছেন, সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে ১১ তলা ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার শ্রেণিকক্ষের দেওয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে তারা বিষয়টি বাসায় জানালে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ শুরু করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে বলে জানান তিনি।

শনিবার নেপালে দুপুরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠে। এরপর রোববার পর্যন্ত তিন দফায় আরও তিনটি মাঝারি মাত্রার পরাঘাত অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। 

ভূমিকম্পে নেপালে সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা তিন হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশেও ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন হেলে পড়েছে বা ফাটল দেখা দিয়েছে। মাটির দেয়ালে চাপা পড়ে, আতঙ্কে হুড়োহুড়িতে এবং নৌকাডুবিতে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।