পাবনায় গ্রামবাসীর সংর্ঘষে যুবক নিহত

পাবনায় সদরে পদ্মা নদীতে জায়গা দখল নিয়ে গ্রামবাসীর সংর্ঘষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হন অন্তত ছয়জন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 04:07 PM
Updated : 24 April 2015, 04:07 PM

শুক্রবার রাতে উপজেলার চরভবানীপুর গ্রামে এ সংঘর্ষে নিহত হয়েছেন ওই গ্রামের আজিজুল হক(৩৫)।

আহতদের মধ্যে নাসিম, রাবেয়া, মুন্নি, হাবিবুর রহমান, নফসার, আশরাফুল ইসলামকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ছিদ্দিকুর রহমান জানান, চরভবানীপুর গ্রামের বাসিন্দা শহীদ এবং আব্দুস সাত্তারের মধ্যে পূর্ববিরোধ রয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর কূল (মাছ ধরার জায়গা) দখলকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় ওই দুজনের মধ্যে।

এক পর্যায়ে উভয়পক্ষের ৫০/৬০ লোক জড়ো হয়ে গোলাগুলি শুরু করে। এতে আজিজুলসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা আজিজুলকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।