ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত: ৩ ঘণ্টা পর লাইন স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকামুখী আপ লাইন তিন ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর চলাচল উপযোগী হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 02:16 PM
Updated : 18 April 2015, 02:16 PM

আখাউড়া রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, শনিবার বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার পাঘাচং-চাঁন্দপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ওই ট্রেনের এক বগির চার চাকা লাইনচ্যুত হয়।

তবে ওই সময়ে ওই জায়গা হয়ে নির্ধারিত কোনো ট্রেন চলাচলের সূচি থাকায় কোনো ভোগান্তি হয়নি। ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ঘটনার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে রাত ৮টার দিকে বগিটি সরিয়ে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি ইয়াছিন।