সূর্য বাহাদুর থাপার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 11:32 AM
Updated : 17 April 2015, 11:32 AM

তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে শোক বার্তা পাঠিয়েছেন।

প্রবীণ রাজনীতিবিদ সূর্য বাহাদুর থাপা ৮৭ বছর বয়সে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাঁচবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন তিনি।  

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় নেপালের গণতান্ত্রিক যাত্রায় সূর্য বাহাদুর থাপার অবদানের কথা স্মরণ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “তিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সত্যিকারের বন্ধু ছিলেন এবং তিনি বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে শ্রদ্ধা ও ভালবাসা পেয়েছেন।”

তার চলে যাওয়া শুধু নেপাল নয়, গোটা অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে শুন্যতার সৃষ্টি করবে বলে মনে করেন শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও নেপালের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।