কলকাতার শিল্পীদের গীতি নৃত্যনাট্য ‘স্বাধীনতা সংগ্রাম’

টাঙ্গাইলে ‘স্বাধীনতা সংগ্রাম’ শিরোনামে এক গীতি নৃত্যনাট্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন কলকাতার একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 04:36 PM
Updated : 1 April 2015, 04:36 PM

বুধবার রাতে জেলা শহরের ভাসানী মিলনায়তনে ‘মঞ্জির’ কলকাতার পরিবেশনায় গীতি নৃত্যনাট্য ‘স্বাধীনতা সংগ্রাম’ আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ষড়জ পঞ্চম রাগ সঙ্গীত শিক্ষালয়।

এতে সহায়তা করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

কলকাতার সাংস্কৃতিক কর্মী মালঞ্চ ঘোষের পরিচালনায় গীতি নৃত্যনাট্যে অংশ নেন চন্দ্রানী ঘোষ, পৌলমি মন্ডল, মৌমিতা চক্রবর্তী, সুরঙ্গমা মজুমদার, প্রীতিপর্ণা রায়, দেবশ্রী মুখার্জী, শ্রীপর্ণা দে, প্রসেনজিৎ মিত্র, শুভাষীষ ব্যানার্জী, চন্দন রায়, রাহুল দে ও সন্দ্বীপ দত্ত।

এ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনায় মালঞ্চ ঘোষ বলেন, “আমরা সবাই বাঙালি। আমাদের ও আপনাদের সংস্কৃতির মিল আছে। আমাদের ভাষা এক।

“আসুন দুহাত বাড়িয়ে সবাই মিলে একসাথে থাকি।”

সভাপতির বক্তৃতায় সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ারুল আলম মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা জানান।

উভয় বাংলায় আমাদের শিল্প ও সংস্কৃতি এক ও অভিন্ন বলে মন্তব্য করেন সভার প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।