সৎ বাবাকে হত্যায় যুবকের যাবজ্জীবন

পল্লী বিদ্যুতের প্রকৌশলী আবদুর রহমান হত্যা মামলায় তার সৎ ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 07:29 AM
Updated : 1 April 2015, 10:07 AM

ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান বুধবার এ রায় দেন।

নাহিদ পারভেজকে (২২) যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিহত আবদুর রহমানের স্ত্রী মোসাম্মৎ নাসরিন রহমান পারুলকে (৪২) খালাস দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, আবদুর রহমান তার স্ত্রী নাসরিন রহমান পারুলের সঙ্গে খিলগাঁওয়ের ৭৪৪/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন। ওই বাসায় পারুলের আগের পক্ষের ছেলে-মেয়েরাও থাকত।

২০১০ সালের ১৪ অগাস্ট ওই বাসায় বাড়ি ভাড়া নিয়ে পারুলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবদুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন নাহিদ। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পর রহমান মারা যান।

ওইদিনই নিহতের ভাই আব্দুল মতিন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

নিহতের ঔরসজাত মেয়ে স্নিগ্ধা রাদিয়া রহমান টলু ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন।