চট্টগ্রামে ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় একটি ইস্পাত কারখানায় আগুনে পুড়েছে বিভিন্ন সরঞ্জাম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 06:19 AM
Updated : 31 March 2015, 12:26 PM

মঙ্গলবার ভোরে কেডিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘কেডিএস স্টিল অ্যাকসোসরিজ লিমিটেডের’ ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।  

খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান জানিয়েছেন।

আগুনে কারখানার বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে কেউ হতাহত হয়নি।

সরোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

কেডিএস স্টিল অ্যাকসোসরিজ লিমিটেডের কারখানা প্রধান গোলাম কিবরিয়া মো. রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন যন্ত্রপাতির পাশাপাশি কাঁচামাল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য পুড়ে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।