লক্ষ্মীপুরে গ্রাম পুলিশকে আটকে ভূমি অফিসে অগ্নিসংযোগ

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় তিন গ্রাম পুলিশকে অস্ত্রের মুখে আটকে রেখে স্থানীয় ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।     

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 09:53 AM
Updated : 6 March 2015, 09:53 AM

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী জানান, শুক্রবার ভোররাতে বশিকপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নেভায় এবং পাশের কক্ষে আটকে থাকা তিন গ্রাম পুলিশকে উদ্ধার করে বলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন জানান।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আজাদ বলেন, আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় তিন গ্রাম পুলিশকে অক্ষত অবস্থায় রক্ষা করা গেলেও ভূমি অফিসের জরুরি নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।

তিন গ্রাম পুলিশ হলেন- আনোয়ার হোসেন, আব্দুর ছাত্তার ও বেলাল হোসেন।

তাদের বরাত দিয়ে ভূমি অফিসের অফিস সহকারী মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুখোশপরা ১০/১২ জন লোক এসে অস্ত্র ঠেকিয়ে তিনজনকে একটি ঘরে আটকে রাখে। তারপর অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়।”

শহরের ভেতরে ইউনিয়ন কমপ্লেক্সে ভূমি অফিস ছাড়াও পশু অধিদপ্তরের অফিস, ইউনিয়ন পরিষদের সচিবের কার্যালয়সহ ৫/৬টি সরকারি প্রতিষ্ঠানের দপ্তর রয়েছে।