জয়পুরহাটে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন

কাঠের উপর উল্টো করে পেরেক আটকে তা রাস্তায় রেখে চাকা ফুটোর পর ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জয়পুরহাটে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 04:08 AM
Updated : 4 March 2015, 04:08 AM

আক্কেলপুর উপজেলার সনাৎপুর-বেগুনবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে রাইকালী-দুপচাঁচিয়া সড়কে আলু বোঝাই একটি  ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।

আগুনে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও চালক ও ট্রাকে থাকা আলু ব্যবসায়ী অক্ষত আছেন।

চালক জাহাঙ্গীর হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। ট্রাকে ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর গ্রামের আলু ব্যবসায়ী গোলাম মোস্তফা।

তারা জানান, আক্কেলপুরের পুণ্ডুরিয়া বাজার থেকে ট্রাকে আলু বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সনাৎপুর-বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে কাঠের উপর উল্টো করে আটকানো পেরেকে ট্রাকের চাকা ফুটো হয়ে যায়। এরপর ৮/১০ জন লোক পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ  এসে স্থানীয়দের সতায়তায় আগুন নিভিয়ে ফেলে।

এর আগে মঙ্গলবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেইট এলাকায় একটি আলু বোঝাই ও একটি চাল বোঝাই ট্রাক এবং বানিয়াপাড়া এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে এ নিয়ে জয়পুরহাটের বিভিন্ন স্থানে ১০টি ট্রাক, পাঁচটি বাস এবং একটি প্রাইভেটকার পুড়িয়ে দেওয়া হয়েছে।

এসব ঘটনায় একটি বাসের চালকের সহকারী দগ্ধ হওয়া ছাড়াও দুজন ট্রাক চালক ও একজন হেলপার আহত হয়েছেন।