নোয়াখালীতে দুই গাড়িতে আগুন, একজন আহত

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে নোয়াখালী শহরে একটি মিনিবাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 05:03 AM
Updated : 3 March 2015, 05:03 AM

এ সময় অবরোধকারীদের ঢিলে বাসচালকের এক সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে জেলা শহরের মাইজদীর নতুন বাসস্ট্যান্ড এবং দত্তেরহাটে ট্রাক মালিক সমিতির কার্যালয়ের পাশে গাড়ি দুটিতে আগুন দেওয়া হয় বলে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান।

ঘটনার কয়েক প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে ‘মায়ের দোয়া পরিবহনের’ যাত্রীবাহী একটি মিনিবাস চৌমুহানী থেকে শহরের দিকে আসছিল। এ সময় বাসস্ট্যান্ডে প্রধান সড়কে ৫/৬ জন যুবক বাসটির দিকে ঢিল ছুড়লে চালকের সহকারী আহত হন।

পরে হামলাকারীরা বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

তবে এর আগেই বাসের আসনসহ বেশকিছু অংশ পুড়ে যায়।

আহত চালকের সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে ভোরের দিকে দত্তেরহাট ট্রাক মালিক সমিতির কার্যালয়ের পাশের সড়কে থামিয়ে রাখা একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

ওসি আনোয়ার বলেন, “ভোরে মানুষজনের উপস্থিতি কম থাকার সুযোগে  চুপিসারে এসে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”

এদিকে আগের রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের ধরা হয়েছে।