রাষ্ট্রপতির সঙ্গে মিয়ানমারে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 03:12 PM
Updated : 1 March 2015, 03:12 PM

রোববার বিকেলে সুফিউর রহমান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে জানান, তিনি বাংলাদেশ-মিয়ানমারের দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করছেন।”

আবদুল হামিদ এ সময় রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে কাজ অব্যাহত রাখার পরামর্শ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।