পেট্রোল বোমায় দগ্ধ আরো একজনের মৃত্যু

বগুড়ায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালকের এক সহকারী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 03:42 AM
Updated : 27 Feb 2015, 07:00 AM

নিহত জাহাঙ্গীর (৩০)বগুড়ার কাহালু থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে গত ২৩ জানুয়ারি রাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাক চালক মাসুদ (৩৫) ও তার সহকারী জাহাঙ্গীর (৩০)।

আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

খালি ট্রাক নিয়ে রাতে গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ স্টেশন থেকে চারমাথা হয়ে কাহালু যাওয়ার পথে তারা শিকার হয়েছিলেন।

দগ্ধ চালক মাসুদ এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনে পুড়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।