খালেদার কার্যালয়ের কাছে হাতবোমা বিস্ফোরণ

পুলিশের অবস্থানের মধ্যে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের দেড়শ গজের মধ্যে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 03:49 PM
Updated : 31 Jan 2015, 04:35 PM

বিএনপি জোটের অবরোধের মধ্যে এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন দুই সংবাদকর্মী।

রাত সোয়া ৯টার দিকে গুলশানের ৮৬ নম্বর সড়কে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই সড়কেই খালেদা জিয়ার কার্যালয়, যেখানে ৩ জানুয়ারি থেকে রয়েছেন তিনি। বিদ্যুৎবিচ্ছিন্ন ওই কার্যালয়ের আশাপাশের সড়কগুলোতে অর্ধ শতাধিক পুলিশ ছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিএসসি মোড়ে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরিত হলে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ সেলিম (৩৩) ও ক্যামেরাম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেলিম ও মোয়াজ্জেম টিএসসির পাশে বসে চা খাচ্ছিলেন, এসময় হঠাৎ হাতবোমা ফাটলে তারা আহত হন।

আহত সেলিমের কপালে এবং মোয়াজ্জেমের ডান হাঁটুর নিচে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

ওই সময় শরিফ নামে একজনকে ধরে মারধর করে জনতা। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে হাতবোমা বিস্ফোরণের আগে থেকে খালেদার ওই কার্যালয়টি প্রায় অন্ধকার হয়ে ছিল। আশপাশের বাড়িগুলো বৈদ্যুতিক বাতিতে আলোকিত হলেও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জ্বলছিল মোমবাতি।

শনিবার ভোররাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। একে ‘নিকৃষ্ট নিষ্ঠুরতা’ বলেছেন খালেদা। 

তবে রাত সাড়ে ১০টার সময় ওই কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়া হয়।

বিকালে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে আসা মহিলা দলের নেত্রী খালেদা ইয়াসমিনসহ ছয় নারী আইনজীবীকে ওই কার্যালয়ের সামনে আটক করে পুলিশ।

আরাফাত রহমান কোকো স্মরণে কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ তদের তুলে নিয়ে যায়।

এদিকে সন্ধ্যার পর অধ্যাপক এমাজউদ্দীন আহমদসহ কয়েকজন সাংবাদিক নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে আসেন।