মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম, যিনি সৌদি আরবে একই দায়িত্বে ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:51 PM
Updated : 27 Jan 2015, 12:51 PM

কুয়ালালামপুর দূতাবাসে এ কে এম আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন এই কূটনীতিক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার। প্রায় ছয় লাখের মতো বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।

এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর মালয়েশিয়াই বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ।

বাংলাদেশ প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কেনে। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায় সাড়ে ১৩ কোটি ডলারের পণ্য।

১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল এর আগে দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের দূতের দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি করার পর বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন শহীদুল।

ব্রাসেলস, কলম্বো, আবু ধাবি, রোম ও লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।