রংপুরে পেট্রোলবোমায় দগ্ধ ট্রাক চালকের মৃত্যু

দিনাজপুরের কাহারোলে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 11:07 AM
Updated : 26 Jan 2015, 11:07 AM

সোমবার বেলা ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মালেক (৫৫)।

তিনি নীলফামারী সদর উপজেলার সোহাদিয়া বোচা গ্রামের বাসিন্দা ছিলেন।

হাসপাতালের বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মারুফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ৩টায় মারা যান আব্দুল মালেক। তার মুখমণ্ডল ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল।”

কাহারোল থানার ওসি পৃথিশ কুমার সরকার জানান, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে কাহারোল উপজেলায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা মারে অবরোধকারীরা। এতে ট্রাকচালক রফিকুল ইসলাম ও তার বন্ধু ট্রাকচালক আব্দুল মালেক দগ্ধ হন। তারা পণ্য নিয়ে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন। 

ওসি বলেন, “প্রথমে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।”

মালেকের স্ত্রী মমতা বেগম বলেন, “বুধবার রাত সাড়ে ৮টায় তাকে ফোন করলে আমাকে বলেন ঘণ্টাখানেকের মধ্যেই বাসায় পৌঁছে যাব। কিন্তু ভোরে মোবাইলে এই দুর্ঘটনার খবর পাই।

পরের দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসি। তখন থেকেই এখানে আছি।”

তিন ছেলে ও এক মেয়ে নিয়ে সংসারে মালেকই একমাত্র উপার্জন করেন বলে জানান মমতা বেগম।

এদিকে বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধ আরও ছয়জন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। এদের মধ্যে ট্রাক চালক আব্দুর রশিদকে (৪৫) নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান মারুফুল ইসলাম।