মাদারীপুরে মণ্ডপে হামলা, প্রতিমা ভাংচুর

মাদারীপুর সদরে মধ্যরাতে সরস্বতী পূজার মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে একদল যুবক।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 09:47 AM
Updated : 26 Jan 2015, 09:47 AM

রোববার রাত ২টার দিকে ধুরাইল ইউনিয়নের উত্তর বিরঙ্গল জালালপুর হিন্দুপাড়া জাগরণী ক্লাবে এ হামলা হয় বলে জানান মাদারীপুর মডেল থানার ওসি এমদাদুল হক।   

এ সময় হামলাকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা কয়েকজনকে মারধরও করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি এমদাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরস্বতী পূজা উপলক্ষে সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাতে একদল যুবক এসে অনুষ্ঠানে বাধা দেয়। পূজারীরা তাদের আটকাতে গেলে তারা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর ও মারপিট করে পালিয়ে যায়।

ওসি বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।