রাজশাহীতে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর পুঠিয়ায় পৃথক অভিযানে দেশি মদ, ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 09:09 AM
Updated : 28 Dec 2014, 09:09 AM

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল রানা, আবুল কাশেম ও মোজাম্মেল হক। র‌্যাব তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি।

রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান শফিক জানান, শনিবার রাতে উপজেলার নন্দনপুর ও ভাড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৩৭ হাজার লিটার দেশি মদ ছাড়াও এক হাজার ৩৯৩ ইয়াবা, ৮০ গ্রাম হেরোইন এবং ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা শফিক বলেন, গোয়েন্দা তথ্যে রাতে নন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ৩৯৩ ইয়াবাসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে একই এলাকা থেকে ৮০ গ্রাম হেরোইন ও ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

"এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাবর আলী ও মনোয়ারা বেগম নামে দুই মাদক বিক্রেতা পালিয়ে যায়।"

র‌্যাবের সহকারী পরিচালক এএসপি মির্জা গোলাম সারোয়ার বলেন, শনিবার সন্ধ্যায় ভাড়ুয়াপাড়া গ্রামের একটি আখ ক্ষেতের ভেতরে দেশীয় মদ তৈরির দুইটি কারখানায় অভিযান চালিয়ে আবুল কাশেম ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা।

এ সময় সেখান থেকে ৩৭ হাজার লিটার মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইন মামলা করে রোববার সকালে তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।