বিজ্ঞানী মাকসুদুল আলমের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

পাটের জিনোম সিকোয়েন্সে উন্মোচনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমের মৃত্যুতে মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 10:35 AM
Updated : 22 Dec 2014, 10:35 AM

ক্ষতিকর ছত্রাকের ‘জীবনরহস্য’ উন্মোচন

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মন্ত্রিসভা মনে করে তার মৃত্যুতে বৈজ্ঞানিক গবেষণা  বিশেষ করে কৃষি গবেষণার ক্ষেত্রে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।”

লিভার সিরোসিসে আক্রান্ত মাকসুদুল আলম রোববার ভোরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।

২০১০ সালে তরুণ একদল বিজ্ঞানীকে নিয়ে তোষা পাটের জিন নকশা উন্মোচন করে আলোচনায় আসেন মাকসুদুল আলম। এর দুই বছরের মাথায় ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা তারা উন্মোচন করেছেন, যা পাটসহ প্রায় ৫০০ উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।

এরপর গতবছর দেশি পাটের জিনোম সিকোয়েন্সও উন্মোচন করেন মাকসুদুল ও তার সহকর্মীরা।

সরকারের বিগত মেয়াদের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের সাম্প্রতিক অবস্থান সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করতে অর্থবিভাগ থেকে একটি প্রতিবেদন নিয়ে আসে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিবেদনটি আরও বিস্তৃত ও তথ্য সমৃদ্ধ করে আবার নিয়ে আসতে হবে।

মন্ত্রিসভার বৈঠকে গত ২৫-২৭ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ গ্রহণ সম্পর্কে জানানো হয়।