কুষ্টিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ার মীরপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আট জন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 03:06 PM
Updated : 19 Dec 2014, 07:50 PM

শুক্রবার রাতে এ সংঘর্ষে নিহত নূর ইসলাম (৫০) পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেনের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।

মীরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশাররফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা পারভেজের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে রাত পৌনে ৮টার দিকে পোড়াদহ বাজারের পাশে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালান তারা।

এ সময় দুই পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

ধারালো অস্ত্রের আঘাতে নূর ইসলাম,  নূরু বিশ্বাস (৫৫,   সজীব (৩০),  সোহেলসহ (৩৫) উভয়পক্ষের নয়জন আহত হন।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে নূর ইসলাম মারা যান।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে রিন্টু নামের পারভেজ গ্রুপের একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে নূর ইসলাম নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে মোশাররফ সমর্থকরা প্রতিপক্ষ পারভেজের অনুসারীদের ৯টি বাড়িতে অগ্নিসংযোগ এবং প্রায় ২০টি বাড়ি ভাংচুর করেন।

খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।