‘অজ্ঞান পার্টির’ ৩১ প্রতারক আটক

চেতনানাশক ব্যবহার করে পরিবহনের যাত্রীদের সর্বস্ব লুটে নেয়- এমন এক প্রতারক চক্রের ৩১ সদস্যকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 04:12 AM
Updated : 27 Nov 2014, 06:33 AM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সাধারণ মানুষের কাছে এই প্রতারকদের পরিচয় ‘অজ্ঞান পার্টি’ নামে। কখনো সহযাত্রীর বেশে কৌশলে খাবার বা পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে, কখনো আবার রুমাল শুঁকিয়ে যাত্রীদের অচেতন করে তারা। পরে ‘শিকারের’ সঙ্গে থাকা মূল্যবান মালামাল ও টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। 

আটকদের কাছ থেকে চেতনানাশক ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও মাসুদুর রহমান জানান। 

তিনি বলেন, রাতের অভিযান ও এই চক্রের বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।