হাতুড়িপেটায় জখম শিক্ষক

পাবনা সদরে একটি কোচিং সেন্টারে ক্লাশ চলাকালে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 01:43 PM
Updated : 24 Nov 2014, 01:43 PM

সোমবার বিকালে শহরের কসাইপট্টির প্র্যাকটিস এডুকেশন সেন্টারে এ হামলায় আহত আদ্যনাথ ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ১০০ গজের মধ্যে এ হামলার ঘটনায় অভিভাবকসহ সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে।  

চাঁদা দাবি করে না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্র্যাকটিস এডুকেশন সেন্টারের স্বত্তাধিকারী আদ্যনাথ ঘোষ প্রতিদিনের মতো বিকালে শতাধিক ২য় শ্রেণির শিক্ষার্থীদের কোচিং ক্লাশ নিচ্ছিলেন।

বিকাল ৫টার দিকে কয়েকজন যুবক ক্লাস রুমে ঢুকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সামনে আদ্যনাথকে হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে চলে যায়।

তার অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।  

ওসি আরও জানান, সন্ত্রাসীরা ওই স্যারের কাছে চাঁদা দাবি করে না পাওয়ার কারণে এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। 

এদিকে হামলার সময় আতংকিত হয়ে ছোটাছুটির সময় সৌমিক হাসান, রাশেদ, শুভসহ অন্তত ১০ শিশু আহত হয় বলে তাদের অভিভাবকরা জানান।

অভিভাবক শহিদুল ইসলাম বাকিসহ বেশ কয়েকজন জানান, পাবনা সদর থানার ১০০ গজের মধ্যে এ ধরনের হামলার ঘটনা অবশ্যই একটি নিন্দনীয় বিষয়। এ ঘটনায় উদ্বিগ্ন হতেই হয়।