প্রাথমিক সমাপনীর দ্বিতীয় দিনেও অনুপস্থিত দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনেও সারাদেশে এক লাখ ৪৩ হাজার ৩১৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:42 PM
Updated : 24 Nov 2014, 12:42 PM

এছাড়া রংপুর বিভাগে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার রাতে জানানো হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে বাংলা বিষয়ের পরীক্ষা হয়েছে।

এর আগে রোববার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এক লাখ ৪৩ হাজার ৪৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, বহিষ্কৃত হয়েছিল দুই শিক্ষার্থী।

ফাইল ছবি

এনিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুটি সমাপনী পরীক্ষায় ২ লাখ ৮৬ হাজার ৭৫৬ শিক্ষার্থী অনুপস্থিত রইল, বহিষ্কৃত হল ১১ জন।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, সোমবার প্রাথমিক সমাপনীতে ১ লাখ তিন হাজার ৬৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ৪৯ হাজার ৬৪৮ জন ছাত্রী এবং ৫৪ হাজার ২১ জন ছাত্র।

অন্যদিকে ইবতেদায়ীতে ৩৯ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ১৬ হাজার ৫১৭ জন ছাত্রী এবং ২৩ হাজার ১৩০ জন ছাত্র।

বাংলা পরীক্ষায় প্রাথমিক সমাপনীতে তিন দশমিক ৭২ শতাংশ এবং ইবতেদায়ীতে ১২ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে পঞ্চম শ্রেণির ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদ্রাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।