চট্টগ্রামে গ্রেপ্তার পাকিস্তানিসহ ৫ জন রিমান্ডে

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে পাকিস্তানি নাগরিকসহ গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ, যাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 11:52 AM
Updated : 24 Nov 2014, 11:52 AM

সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম আহমদ সাঈদ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দেন।

রোববার নগরীর নাসিরাবাদ এলাকার ‘হোটেল লর্ডস ইন’ থেকে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪) এর সঙ্গে আব্দুল মজিদ (৩১), মো. আমিন (৫০), মো. শফিউল্লাহ (৩৮) ও মো. ছালামত উল্লাহ (৪০) নামে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশিকিউসন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের হেফাজতের আবেদন করা হয়।

পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক। এর সদর দপ্তর নেদারল্যান্ডসে।

শফিউল্লাহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তিনি এবছরের ২৩ মার্চ হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন।

রোহিঙ্গাদের সন্দেহভাজন জঙ্গি সংগঠন আরএসও এর সঙ্গে গ্রেপ্তার এই পাঁচ জনের যোগাযোগ রয়েছে বলে পুলিশের ধারণা।