অগ্নিদগ্ধ হয়ে নববধূর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 10:11 AM
Updated : 23 Nov 2014, 10:11 AM

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুনীর মৃত্যু হয়।

মৃত সুবর্ণা আক্তার (২০) রায়পুরার মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। নরসিংদী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

মাত্র ১৫ দিন আগে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি মহল্লার ইলিয়াছ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল।   

সুবর্ণার মা মর্জিনা বেগমের অভিযোগ, তার মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিয়ে ইলিয়াছ পালিয়ে গেছেন।

মর্জিনা বেগমের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরিফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী ইলিয়াছের পরিবারের সঙ্গে শহরেই থাকত। শনিবার বিকালে সুবর্ণা তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। 

ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণা স্বামীর সঙ্গে নিজের ঘরে ছিলেন। এ সময় মেয়ের চিৎকারে ঘরে গিয়ে দেখেন সুবর্ণার গায়ে আগুন, স্বামী ঘরে নেই।

প্রথমে তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

পরিদর্শক আরিফুর রহমান আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা স্পষ্ট নয়। ময়নাদতন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

রোববার বেলা ২টা পর্যন্ত ইলিয়াছের কোনো সন্ধান পায়নি পুলিশ। শহরে ইলিয়াসের বাড়িতে তালা দেওয়া রয়েছে। বাড়ির অন্য সদস্যেরও কোনো খোঁজ নেই বলে তিনি জানান।