চলন্ত বাসে জন্ম নিল জমজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চলন্ত বাসে জমজ সন্তান জন্ম দিয়েছেন এক মা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 01:51 PM
Updated : 22 Nov 2014, 07:01 PM

শনিবার দুপরে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা শিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

জমজদের বাবা খতিবর রহমান ভূট্টো জানান, তাদের বাড়ি রংপুর সদরের সাতগাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে।

খতিবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্তানসম্ভবা স্ত্রী শাহিনা আক্তারকে (৩০) নিয়ে গাবতলী থেকে এসএম এলিগেন্সের বাসে করে বাড়ি যাচ্ছিলেন। পথে জমজ দুই ছেলেদের জন্ম হয়।”

বাসে জমজ জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় আশপাশের উৎসুক জনতা।

পরে বাসের স্টাফদের সহায়তায় মা ও নবজাতকদের চান্দাইকোনা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার রায় জানান, প্রসূতি ও শিশু দুটি সুস্থ রয়েছে।

খবর পেয়ে বাসমালিক ঘটনাস্থলে এসে চিকিৎসক, নার্স, সাংবাদিক ও জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় উৎসুক জনতা শিশু দুটির নাম দেয় ‘সিডর’ ও ‘হুদহুদ’।