বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২১-২২ নভেম্বর

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 01:26 PM
Updated : 19 Nov 2014, 01:35 PM

মঙ্গলবার বিশ্ব্যবিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, এস এম মডেল স্কুল, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী লাল মিয়া সিটি কলেজ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ, যুগশিখা হাই স্কুল, স্বর্ণকলি হাইস্কুল, গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়, এন হক কলেজে অনুষ্ঠিত হবে।

২১ নভেম্বর সকাল ১০.০০-১১.০০টায় এ ইউনিট, দুপুর ১২.০০-১.০০টায় বি ইউনিট এবং বিকাল ৩.০০-৪.০০টায় সি ইউনিটের পরীক্ষা হবে।

২২ নভেম্বর সকাল ১০.০০-১১.০০টায় ডি ইউনিট, দুপুর ১২.০০-১.০০টায় ই ইউনিট এবং বিকাল ৩.০০-৪.০০টায় এফ ইউনিটের পরীক্ষা হবে।  

এবার ছয়টি ইউনিটের অধীনে ১৪টি বিভাগে সর্বমোট ৬৮০ আসনের বিপরীতে ৪০,০৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানা যাবে বিশ্ব্যিবিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd থেকে।