সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 04:50 PM
Updated : 18 Nov 2014, 04:50 PM

মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসক এহসানে এলাহী।

তিনি বলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুস সবুর স্বাক্ষরিত এক পত্রের ফ্যাক্স বার্তায় সন্ধ্যায় এ আদেশ পান।

আদেশ অনুসারে এখন থেকে ওই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রেজিয়া বেগম ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক আরও জানান, গত বছর ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির সুন্দরগঞ্জ উপজেলা সদরসহ বামনডাঙ্গায় তাণ্ডব চালায়। ওই ঘটনায় হত্যাসহ তিনটি নাশকতার মামলায় তাদেরকে অভিযুক্ত করে সম্প্রতি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ কারণে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুস সবুর এ আদেশ জারি করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজু সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক।