ভারতে অবৈধভাবে পড়তে গিয়ে কারাবাস 

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে তিন বাংলাদেশি ছাত্র।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 02:24 PM
Updated : 30 Oct 2014, 02:24 PM
বুধবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এরা হলেন, গোপালগঞ্জের নিজরা গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে হাফিজ অলিউল্লাহ (১৫), ময়মনসিংহের ডুবাইল গ্রামের মোবারক হোসেনের ছেলে নাঈম (২১) ও নোমান (২৩)।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগে লেখাপড়ার জন্য অবৈধপথে কলকাতায় যান ওই তিন ছাত্র।

কলকাতা শহরে ঘোরাঘুরির সময় তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে আদালতের মাধ্যমে  প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

সাজাভোগ শেষে বুধবার রাতে ভারত সরকারের দেয়া ‘বিশেষ পাসের’ মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত আসেন।

তাদেরকে বেনাপোল পোর্ট থানার  হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি আখতার হোসেন।