শাহজালালে ৬ কেজি সোনাসহ মালয়েশীয় নারী আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি সোনার বারসহ মালয়েশিয়া থেকে আসা এক নারীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ ও এপিবিএন। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 08:11 AM
Updated : 28 Oct 2014, 08:56 AM

ফাইল ছবি

শুল্ক বিভাগের সহকারী কমিশনার জুয়েলা খানম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজা বাসলিনা বিনতে রাজা মালেক নামে ৫৩ বছর বয়সী ওই নারীকে আটক করা হয়।

“সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে শরীরে লুকানো ছয়টি সোনার বার পাওয়া যায়।  প্রতিটি বারের ওজন এক কেজি।”

এপিবিএন এর সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ওই নারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে পৌঁছান।

“পাসপোর্টে দেখা যাচ্ছে, এর আগে তিনি বাংলাদেশে আসেননি। ইংরেজিও ভাল বলতে পারেন না। ফলে বাংলাদেশে কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে পরিষ্কার কিছু আমরা জানতে পারিনি।”

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সহকারী কমিশনার জুয়েলা খানম জানান।