জয়পুরহাটে হিমাগারের অর্থ লুট, গুলিবিদ্ধ ৬

জয়পুরহাটের কালাই উপজেলায় আলু সংরক্ষণের হিমাগারে হামলা চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 05:57 AM
Updated : 26 Oct 2014, 08:07 AM

এ সময় দুর্বৃত্তদের ছোড়া শটগানের গুলিতে হিমাগারের ছয় কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছেন কালাই থানার ওসি রমজান আলী।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, শনিবার রাত ৩টার দিকে বৈরাগীপাড়া এলাকায় ‘নর্থ সাউথ কোল্ড স্টোরেজে’ এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিরাজুল, মামুনুর রশিদ, আহেদুল, মোজাম্মেল, শাহ আলম ও ফারজু বেগম।

ঘটনার পরপরই তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হিমাগারের ব্যবস্থাপক তারিক হোসেন।

জয়পুরহাট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়জনই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শরীরে একাধিক ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।

হিমাগারের ব্যবস্থাপক তারিক হোসেন বলেন, “রাতে মুখোশধারী ১৫/২০ জনের একটি দল হামলা চালায়। তারা ভিতরে ঢুকেই কর্মচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে ক্যাশবক্সে রাখা সাড়ে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

“এখন মৌসুম চলছে তাই প্রতিদিনই লেনদেন হয়। সেজন্য টাকাগুলো অফিসেই রাখা ছিল।”