মংলায় আটকে পড়া জাহাজ উদ্ধার

প্রায় ৭৫ ঘণ্টা পর বাগেরহাটের মংলা বন্দরের কাছে আটকে পড়া সারবাহী জাহাজ ওশান স্টারকে উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 03:47 PM
Updated : 25 Oct 2014, 03:47 PM
মংলা বন্দরের হারবার মাস্টার কে এম আকতারুজ্জামান জানান, শনিবার দুপুরে ওই জাহাজটি মংলা বন্দরের হারবারিয়া ৫ নং জেটিতে নিয়ে আসা হয়েছে।

ওই জাহাজে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আমদানি করা ১৯ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল।

আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিং এজেন্সির মালিক ফেরদৌস কবির একটি কার্গো নিয়ে ওই জাহাজ থেকে এক হাজার ৭৩০ মেট্রিক টন সার খালাস করেন।

“দুপুর ১২টার দিকে নদীতে পানি বাড়লে জাহাজের ক্যপ্টেন জাহাজটি চালিয়ে ডুবোচর থেকে মুক্ত করেন।”

বুধবার সকাল ১০টার দিকে হিরণ পয়েন্টের জুলফিকার চ্যানেলের ১২ নং বয়ার কাছে প্রবল স্রোতের মুখে একটি ডুবোচরে আটকে যায়।