রানা প্লাজা : ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ

সাভারে  রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 12:00 PM
Updated : 24 Oct 2014, 12:00 PM

শুক্রবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা লিমা বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত  অনেক শ্রমিক এখনও তাদের উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি । অনেক কষ্টে তারা জীবন অতিবাহিত করছে।

এ ব্যাপারে গার্মেন্টস মালিক ও বিজিএমইএ উদাসীনতা দেখাচ্ছে। সরকারিভাবেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে দাবি করেন লিমা।

এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অভাব-অনটনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সদস্য সচিব জুলহাস নাঈম বাবু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস, রানা প্লাজা গার্মেন্টস ইউনিয়নের সভাপতি এমদাদুল হক প্রমুখ।