ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ১১ জন কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:02 PM
Updated : 23 Oct 2014, 03:02 PM
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ডিআইজিরা হলেন- মো. সাইফুল আলম ডিআইজি (চলতি দায়িত্ব) সিআইডি, মোশারফ হোসেন অতিরিক্ত ডিআইজি সিআইডি, বিশ্বাস আফজাল হোসেন ডিআইজি (চলতি দায়িত্ব) বিশেষায়িত সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন, মো. শাহাব উদ্দিন কোরেশী ডিআইজি (চলতি দায়িত্ব) পিবিআই, শেখ মোহাম্মদ মারুফ হাসান বিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি (চলতি দায়িত্ব) ডিএমপি, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম ডিআইজি (চলতি দায়িত্ব) পুলিশ হেডকোয়ার্টার্স, মাহবুবুর রহমান পিপিএম পুলিশ কমিশনার ডিআইজি (চলতি দায়িত্বে) আরএমপি রাজশাহী, নিবাস চন্দ্র মাঝি ডিআইজি (চলতি দায়িত্ব) টুরিস্ট পুলিশ, মাহবুব হোসেন পিপিএম ডিআইজি (চলতি দায়িত্ব) এসবি, এস এম মনির-উজ-জামান ডিআইজি (চলতি দায়িত্ব) খুলনা রেঞ্জ এবং এস এম মাহফুজুল হক নূরুজ্জামান বিপিএম পিপিএম ডিআইজি (চলতি দায়িত্ব) ঢাকা রেঞ্জ।