বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন

ভারতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘দীপাবলি’ এবং বাংলাদেশে দুদিনের সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি তিন দিনের জন্য বন্ধ হয়ে গেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 09:52 AM
Updated : 23 Oct 2014, 09:52 AM
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ভারতে সরকারি ছুটি থাকায় এ বন্দরে বৃহস্পতিবার থেকে বন্ধ থাকছে আমদানি-রপ্তানি।

"মূলত বুধবার বিকাল থেকেই ওপারের ভারতীয় বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।"

তিনি জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে।

এছাড়া বেনাপোল-পেট্রাপোল সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আখতার হোসেন।

এ উৎসবের কারণে পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ এলাকায় গেছেন।

ফলে বুধবার দুপুরের পর থেকেই বন্দরের সব কাজে ভাটা পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

তিনি বলেন, "বৃহস্পতিবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না। শুক্র ও শনিবার বাংলাদেশের ছুটি থাকায় ওইদিনও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।"

রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে বলে তিনি জানান।