আত্মসমর্পণ করে জামিন পেলেন মান্নানের স্ত্রী

সম্পদের তথ্য গোপনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানা।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 08:16 AM
Updated : 23 Oct 2014, 08:16 AM

ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ২০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতে হাসিনা সুলতানার পক্ষে শুনানি করেন সৈয়দ রেজাউর রহমান। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

দুদকের উপ-পরিচালক মো. নাসিরুদ্দিন মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা থানায় হাসিনা সুলতানার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের অনুসন্ধানে হাসিনা সুলতানার নামে তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে মান্নান খান তার হলফনামায় স্ত্রীকে ‘গৃহিণী’ বলে উল্লেখ করলেও অন্যত্র দেওয়া তথ্যে জানান, তার স্ত্রী মাছের ব্যবসা করেন।

এর আগে একই অভিযোগে গত ২১ অআস্ট মান্নান খানের বিরুদ্ধেও মামলা করে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সাবেক পূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের কাছে পরাজিত হন। এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনে রয়েছেন।