ডেকে নিয়ে যুবককে খুন, বাবা-ভাই নিখোঁজ

সিরাজগঞ্জের বেলকুচিতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের বাবা ও ভাই।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 11:32 AM
Updated : 21 Oct 2014, 11:32 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার চররান্ধুনীবাড়ীর একটি ডোবা থেকে সাইদুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইদুল উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তার নামে রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্প লুটের মামলা বিচারাধীন রয়েছে।

নিখোঁজরা হলেন সাঈদুলের বাবা আবুল হোসেন ও ভাই বাবু।

বেলকুচি থানার উপ-পরিদর্শক আইবুল হোসেন জানান, দুপুরে গলায় দড়ি পেঁচানো অবস্থায় সাঈদুলের লাশ পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার থানার ওসি আনিসুর রহমান জানান, সাইদুল ইসলাম ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর রান্ধুনবাড়ী পুলিশ ক্যাম্পে হামলায় চার পুলিশ হত্যা এবং ১৬টি আগ্নেয়াস্ত্রের লুটের মামলার আসামি ছিলেন।

স্বজনরা ও পুলিশ নিখোঁজদের খোঁজ করছে। ধারণা করা হচ্ছে ডাকাতদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।

এ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সাইদুলের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে সাইদুলকে ডাকে। ওই সময় তার সঙ্গে সঙ্গে দেবর বাবু ও শ্বশুর আবুল হোসেনও যান। রাতে তারা আর বাড়ি ফেরেননি।

সকালে সাইদুলের লাশ পাওয়া গেলেও দেবর ও শ্বশুরকে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।